শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাওর এলাকায় পূর্ব শত্রুতায় সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২০, ৩:৫৭ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৪৬) ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামের বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশী মাজহারুল, সাজু ও তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। ২০০৮ সালে উভয় পক্ষের সংঘর্ষে বাবুল মিয়ার পক্ষের একজন খুন হন। এ মামলার বাদী ছিলেন বাবুল মিয়া। এর জের ধরে গত কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা চলছিল। আজ শুক্রবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাবুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও এ ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইটনা থানার এসআই জয়নাল জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন