রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অনুশীলনে ইব্রা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫০ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অধিকাংশ দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ। জ্লাতান ইব্রাহিমোভিচের বর্তমান ক্লাব এসি মিলানও এর ব্যতিক্রম নয়। সেখানে চলছে না অনুশীলনও। তাই নিজেকে ফিট রাখতে এই সুইডিশ তারকা নিজ দেশের ক্লাব হামারবির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
ইতালিয়ান সিরি ‘আ’ স্থগিত করা হয়েছে অন্তত ১৩ এপ্রিল পর্যন্ত। দেশটিতে বর্তমানে লকডাউন চলায় প্রতিযোগিতাটি আরও পেছানো একরকম নিশ্চিতই বটে। তবে ফিট থাকাটা তো জরুরি। সে উদ্দেশে বর্তমানে স্টকহোমে পরিবারের সঙ্গে থাকা ইব্রাহিমোভিচ গতপরশু হামারবির অনুশীলনে যোগ দেন বলে জানান ক্লাবটির ক্রীড়া পরিচালক ইয়েসপের ইয়নসন। ইব্রাহিমোভিচ ক্লাবটির অন্যতম মালিকও। আর তিনি চাইলে নিজের দলের পরবর্তী অনুশীলন সেশনেও অংশ নিতে পারেন বলে জানান ইয়নসন। করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো সুইডেনে অবশ্য অতটা কড়াকড়ি নেই। সেখানে ৫০ জন পর্যন্ত মানুষের একসঙ্গে হওয়ার অনুমতি আছে, জানিয়েছেন ক্লাবের প্রেস কর্মকর্তা।
‘এই সপ্তাহের অনুশীলনটা ঐচ্ছিক, তাই অর্ধেক স্কোয়াড অনুশীলন করেছে আজ। আগামী সোমবার থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন