শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বহিরাগত আসায় বাড়ি লকডাউন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৩০ এএম

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকার একটি বাড়ি লকডাউন করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড়িটি লকডাউন করা হয়। ফরিদপুর থেকে এক ব্যক্তি ওই বাড়িতে আসায় লকডাউন করা হয়েছে বলে জানান রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান।
তিনি বলেন, শুক্রবার এক ব্যক্তি ফরিদপুর থেকে ওই বাড়িতে আসে। বিষয়টি জানান পর ওই বাড়তে গিয়ে বসবাসকারিদের জিজ্ঞাসাবাদের পর বাড়িটি লকডাউন করা হয়। বাড়ির কোন লোকজন আগামী ১৪ দিন বের হতে পারবেন না। বাড়ি লকডাউন ঘোষণার সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।
রাজশাহীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে কোয়ারেন্টিনে নেয়া হয় ১১২২ জনকে। এদের মধ্যে ছাড়পাত্র দেয়া হয়েছে ১০৬৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৫৫ জন। আর নতুন করে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে পাঁচজনকে। এর মধ্যে ঢাকা থেকে ফেরত চারজন ও স্থানীয় একজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন