শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেছারাবাদে প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের অভিযুক্ত ধর্ষক গ্রেফতার

নেছারাবাদ(পিরোজপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৩:০৩ পিএম

নেছারাবাদে প্রতিবন্ধি কিশোরী(১৩) ধর্ষন অভিযোগের অভিযুক্ত ধর্ষক রিয়াদুলকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে পূর্ব অংকারকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে আসামী রিয়াদুরকে আদালতে এবং ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানাযায়, বৃহস্পতিবার উপজেলার সংগীতকাঠি গ্রামের রুহুল আমিন বাদলের ছেলে রিয়াদুল পাশ্ববর্তী পানাউল্লাপুর গ্রামের হত দরিদ্র পরিবারের শারীরিক প্রতিবন্ধি কিশোরীকে ফুসলিয়ে একটি মুরগীর ফার্মে নিয়ে যায়।
পরে সেখানে নিয়ে ওই কিশোরীকে রিয়াদুল ধর্ষন করে।

এ ঘটনায় রোববার মেয়েটির বাবা বাদী হয়ে রিয়াদুলকে আসামী করে থানায় মামলা দায়ের দায়ের করেন। পরে ওই দিন সন্ধ্যার দিকে রিয়াদুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন