বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পটুয়াখালীর গলাচিপায় ৩ বস্তা সরকারী চাল জব্দ

গ্রাম পুলিশকে ১ মাসের সাজা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২০, ৮:৫৯ পিএম

জেলার গলাচিপায় সরকারি ১২০কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মোহন মাঝির বাড়ির পুকুর পাড় থেকে চাল উদ্ধার করা হয়। এ সময় ইউপি সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। এদিকে ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মো.নুরুল ইসলামের বিরুদ্ধে সরকারি চাল বিক্রি করার অভিযোগে ১মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো.রফিকুল ইসলাম।
এলাকাবাসী সূত্র জানায়, আজ উপজেলা সদর থেকে ৬বস্তা সরকারি চাল অটো রিক্সায় করে নিয়ে যাওয়ার সময় ইটবাড়িয়া বাজারে এলাকায় আটক করে স্থানীয় জনতা। তাৎক্ষনিকভাবে ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান হাদি জনতাকে ভুল ব্যাখ্যা দিয়ে চাল ছাড় করিয়ে দেন। পরবর্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সন্ধ্যায় অভিযান চালায়।এঘটনায় গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান হাদী মুঠো ফোনে পাওয়া যায়নি। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম জানান, চাল উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এঘটনায় উপজেলা নিবার্হী অফিসার শাহ্ মো.রফিকুল ইসলাম জানায়, গলাচিপা সদর ইউনিয়নের মেম্বার মো.মোহন মাঝির পুকুর পাড়ে পাতা দিয়ে ঢাকা অবস্থায় ১২০ কেজি (তিন বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল বিক্রির অভিযোগে ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ মো.নুরুল ইসলামকে ১মাসের সাজা দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন