যশোর ২৫০ বেড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে গত রোববার রাতে পালিয়েছে চিকিৎসাধীন কারাগারের হাজতি সুজন। হাসপাতালের সুপার ডা. দীলিপ কুমার রায় এটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তব্যরত নার্স ওষুধ খাওয়াতে গিয়ে রোগী পালানোর বিষয়টি টের পান।
পলাতক হাজতি মো. সুজন ওরফে শাকিলের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর কাজীপাড়া গ্রামে। তিনি একটি নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত আসামি। তিনি যশোর কেন্দ্রিয় কারাগারে সর্দি জ্বর, কাঁশি ও গলায় ব্যাথায় আক্রান্ত হলে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। আইসোলেশন ওয়ার্ডের সামনে পুলিশ পাহারা ছিল। হাজতি পেছনের জানালা ভেঙে পালিয়ে যায়। পরে নার্স ওষুধ দিতে গিয়ে দেখেন পেছনের জানালা ভাঙা। হাসপাতাল, কারা ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন জানান।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, পলাতক হাজতির গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন