রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও রাজারবাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। আইজিপি সেখানে ফাতেহা পাঠ করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা কওে মোনাজাত করেন। এরপর নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আইজিপির সাথে ছিলেন।
প্রেসিডেন্টের সাথে নবনিযুক্ত আইজিপি’র সৌজন্য সাক্ষাত
পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এর সাথে নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ গতকাল বিকেলে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেন। আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। তিনি তার দায়িত্ব পালনকালে প্রেসিডেন্টের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। প্রেসিডেন্ট বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। তিনি সাধারণ জনগণের পাশে থেকে এভাবে দায়িত্ব পালন অব্যাহত রাখার আহবান জানান। তিনি পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য নবনিযুক্ত আইজিপিকে নির্দেশনা প্রদান করেন। প্রেসিডেন্ট কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন