এর আগেও গত ২০ এপ্রিল একই এলাকার জুটমিলের পূর্ব পাশে হাবিবুর রহমান কালু নামের এক কৃষকের ৪৪ শতাংশ জমির ধান কেটে দেয় তারা।
ধান কাটায় অংশ নেন, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুল ইসলাম রুবেল, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান পারভেজ, সহ-সভাপতি হাবিবুর রহমান, শাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক আরিয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির মিজি, দপ্তর সম্পাদক রাকিব, সহ দপ্তর সম্পাদক আহমেদ হাসিব, সম্পাদক সাইফুল, সদস্য, শরীফ সহ আরো অনেকে।
চাঁদপুর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি খালেদুল ইসলাম রুবেল জানান, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুপ্রেরণা এবং চাঁদপুর জেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি ও
সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা পৌর এলাকায় যে কোন কৃষকের ধান কেটে দেবার জন্যে প্রস্তুত রয়েছি। কোন কৃষক যদি মনে করেন, ধান কাটতে আমাদের সহযোগিতা লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা তার ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবো।
এদিকে ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। তাদের স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সচেতন মহল।
মন্তব্য করুন