শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে লকডাউন অমান্য করায় ৯ হাজার জনকে জরিমানা

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৯:০৭ পিএম

ব্রিটেন করোনাভাইরাসের কারণে প্রায় একমাসেরও বেশি সময়ে লকডাউনে রয়েছে। কিন্তু এরই মধ্যে কোন কারণ ছাড়াই বাড়ি থেকে বের হয়ে লকডাউন ভঙ্গ করায় প্রায় ৯ হাজার জন সাধারণ নাগরিককে জরিমানা করেছে ব্রিটিশ পুলিশ ।

ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিল (এনপিসিসি) জানিয়েছে আইন ভঙ্গকারীদের মধ্যে ৮০ ভাগই হচ্ছেন পুরুষ এবং তাদের বয়স ৩৫ এর নিচে।

ঘর থেকে বের হওয়ার বিভিন্ন কারণও খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে- এ র মধ্যে এমনও ব্যক্তি রয়েছেন যিনি চুল কাটার জন্য তার বন্ধুর বাড়ি গিয়েছিলেন।

বার বার জরিমানাও করা হয়েছে ; এর মধ্যে এক ব্যক্তিকেই করা হয়েছে ৬বার জরিমানা। দ্বিতীয়বার জরিমানা গুনতে হচ্ছে ৩৪৩জনকে।

চার যুবককে জরিমানা করা হয়েছে বার্গার কেনার জন্য ম্যানচেস্টার থেকে ইয়র্কশায়ার ভ্রমন করেছিলেন।

এনপিসিসির ডেপুটি চিফ সারা গ্লেন বলেছেন, কখনও কখনও জারিমান করে কাজ হয় না তাদের গ্রেফতার করতেও হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন