সোনাগাজীতে গৃহবধূর মামা, মায়ের সৎ ভাই ও তার এক সহযোগী গৃহবধূকে (১৯) গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গত শুক্রবার দুপুরে গৃহবধূ নিজে বাদী হয়ে মামাসহ তিনজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সোনাগাজী মডেল থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে মামাসহ দুজনকে গ্রেফতার করে। সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই নারী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। কয়েকদিন আগে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।
এরপর ওই নারীকে তার স্বামী সোনাগাজী উপজেলায় তার নানা বাড়িতে রেখে যান। ওই নারীর মামা মো. হারুন ও তার শ্বশুর বাড়ি কোম্পানীগঞ্জের একই এলাকায়। পুলিশ জানায়, মামলায় অভিযুক্তরা হলেন সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া এলাকার মো. হারুন (৩৮), মো. মাসুম (২৫) ও মো. হৃদয় (২০)। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পুলিশ অভিযুক্ত মামা হারুন ও মাসুমকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেতে সক্ষম হন। গত শনিবার দুই জনকে ফেনী কোর্টে চালান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন