করোনা সঙ্কটের কারণে দুই মাসের বেতন বকেয়া ছিলো এফডিসির ২৬১ জন কর্মকর্তার। এ নিয়ে গেলো মাসে দেশের গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।
এমন খবর প্রকাশের পর দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের জন্য ৬ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় থেকে অনুদান পেয়েছে বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত ইয়াসমিন।
এ প্রসঙ্গে তিনি জানান, এফডিসির নিজস্ব তহবিলে কোনো টাকা ছিল না। এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে অনুদানের জিও হয়েছে। দুই-এক দিনের মধ্যেই ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও এপ্রিলের বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে পারব বলে আশা করছি।
এর আগে কর্মীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয়ভার মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চেয়ে গত ২৩ মার্চ এফডিসি থেকে আবেদন করা হয়েছিল। সেখান থেকেই ৬ কোটি টাকা দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন