ঈদেও জারি থাকুক লকডাউন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শনিবার এক চিঠি পাঠিয়ে এই আবেদন করেছেন বঙ্গীয় ইমাম এসোসিয়েশন। পুরো ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও চলছে তৃতীয় দফার লকডাউন। তবে এই লকডাউনের মেয়াদ শেষ হবে ১৭ মে। তারপর লকডাউন বাড়বে কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন। অথচ আগামী ২৫ মে হবে ঈদ। তাই বঙ্গীয় ইমাম এসোসিয়েশনের চেয়ারম্যান মোহম্মদ ইয়াহিয়া রাজ্য সরকারের কাছে লেখা চিঠিতে বলেছেন, ঈদের জন্য লকডাউন শিথিল করার কোনও প্রয়োজন নেই। বরং তিনি আবেদন জানিয়েছেন, রাজ্যের স্বার্থে লকডাউন অন্তত ৩০মে পর্যন্ত সরকার বাড়িয়ে দেয়া হোক। তার মতে, মানুষ আগে বাঁচুক, পরে উৎসব। ফুরফুরা শরিফের প্রধান ত্বহা সিদ্দিকি রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে বার্তায় ঈদের জন্য কেনাকাটা না করার আবেদন জানিয়ে বলেছেন, এবার পুরানো জামাকাপড়েই ঈদ পালন করুন। নতুন জামাকাপড় না কিনে সেই অর্থ দিয়ে দুঃস্থ মানুষকে সাহায্য করুন। তাদের পাশে দাঁড়ান। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন