শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনা পরিস্থিতি শামাল দিতে সরকার ব্যর্থতার হয়েছে -খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মে, ২০২০, ৯:৫১ পিএম

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি শামাল দিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে সরকারের প্রস্তুতির ঘাটতির কারণে একদিকে কোভিড-১৯ এর রোগীরা যেমন সুচিকিৎসা পাচ্ছেন না। অন্যদিকে পর্যাপ্ত ও মানসম্পন্ন সুরক্ষা সামগ্রীর অভাবে চিকিৎসক, নার্সসহ চিকিৎসা কর্মীরা করোনভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি এমন যে হাসপাতালগুলোতে সাধারণ রোগীরাও সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন না। করোনা মোকাবেলায় শুরু থেকে সরকার মুখে মুখে প্রস্তুতির বুলি আওড়ালেও প্রকৃতপক্ষে তেমন কোন প্রস্তুতি ছিলো না। আজকে দেশের সবগুলি জেলাতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। গতকাল খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, করোনা দুর্যোগে অসহায় অভাবগ্রস্থ মানুষের মধ্যে সরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে চরম অরাজকতা বিরাজ করছে। দলীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণের কারণে ত্রাণ চুরির রেকর্ড সৃষ্টি হয়েছে। কনফারেন্সে করোনা দুর্যোগের কারণে সারাদেশের গ্রাহকদের ৩ মাসের বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল মওকুফের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন