শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চট্টগ্রামে টেস্ট-চিকিৎসার প্রস্তুতি অপ্রতুল : মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মে, ২০২০, ৯:০০ পিএম

চট্টগ্রামে করোনা টেস্ট এবং চিকিৎসার সুযোগ হতাশাজনকভাবে অপ্রতুল উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দ্রুত এই সঙ্কট নিরসনের আহবান জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলামের কাছে প্রেরিত পৃথক চিঠিতে তিনি এ আহবান জানান। মেয়র বলেন, রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে অথচ জেনারেল হাসপাতালে ১০০ শয্যা, বিআইটিআইডিতে ৫০ শয্যার আইসোলেশন ছাড়া করোনা চিকিৎসায় আর কোন হাসপাতাল নেই। বেসরকারি হাসপাতালেও কোন চিকিৎসা মিলছে না। 

টেস্টের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। মেয়র জরুরি ভিত্তিতে হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু করতে জনবল ও আর্থিক বরাদ্দ অনুমোদনে তাদের হস্তক্ষেপ কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন