চট্টগ্রামে করোনা টেস্ট এবং চিকিৎসার সুযোগ হতাশাজনকভাবে অপ্রতুল উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দ্রুত এই সঙ্কট নিরসনের আহবান জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলামের কাছে প্রেরিত পৃথক চিঠিতে তিনি এ আহবান জানান। মেয়র বলেন, রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে অথচ জেনারেল হাসপাতালে ১০০ শয্যা, বিআইটিআইডিতে ৫০ শয্যার আইসোলেশন ছাড়া করোনা চিকিৎসায় আর কোন হাসপাতাল নেই। বেসরকারি হাসপাতালেও কোন চিকিৎসা মিলছে না।
টেস্টের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। মেয়র জরুরি ভিত্তিতে হলি ক্রিসেন্ট হাসপাতাল চালু করতে জনবল ও আর্থিক বরাদ্দ অনুমোদনে তাদের হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন