শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরের করোনা টেস্ট হবে কুমিল্লায়

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

চাঁদপুর থেকে সংগৃহীত করোনার নমুনা (সেম্পল) আর ঢাকায় নিয়ে টেস্ট করতে হবে না। কুমিল্লা অথবা নোয়াখালীতে হবে চাঁদপুরে সংগৃহীত নমুনার টেস্ট। একযোগে উভয় জেলায়ও চাঁদপুরের নমুনার টেস্ট হতে পারে। নিকটবর্তী এসব জেলায় চাঁদপুরের নমুনা টেস্ট শুরু হলে স্বল্পতম সময়ে করোনার রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা রিয়েল টাইম পিসিআর মেশিন এখন পুরোপুরি প্রস্তুত করোনা টেস্টের জন্য। রোববার ১৮ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হয়েছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান, সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কুমিল্লার পিসিআর ল্যাব উদ্বোধন করা হবে। তিনি জানান, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার করোনা টেস্ট এই ল্যাবে হওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন