শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন

পুড়ল শতাধিক শেড-মসজিদ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ১২:০১ এএম

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৫ দিনের মাথায় আবারও ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে রোহিঙ্গাদের শতাধিক শেড ও কয়েকটি মসজিদ।
জানা গেছে, গত শনিবার রাত ১টার দিকে কুতুপালং পাঁচ নাম্বার ক্যাম্পে হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় উখিয়া থেকে দমকল বাহিনী গিয়ে প্রায় এক-দেড় ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ ওবায়দুল্লাহ জানান, রাত ২ টার দিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই পুড়ে যায় শতাধিক শেড।
উখিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, তবে কি কারণে এই অগ্নিকন্ডে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার সকালে একই এলাকায় লম্বাশিয়া ঘোনায় অবস্থিত এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ব্লক এইচে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। এতে শতাধিক ঘর পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের মতে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে বারবার অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক বলে মনে করছেন অনেকে। গত ১২ মে একদফা আগুনে পুড়ে যায় শতাধিক শেড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন