শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাজধানীতে ঝড়-বৃষ্টি

আমফানের প্রভাব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০২০, ১২:০৫ এএম

আমফানের প্রভাবে রাজধানীতে গতকাল বিকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও সন্ধ্যার পর দমকা হাওয়া বইতে শুরু করে। রাজধানীতে প্রতি ঘণ্টায় ৩৩ কিমি বেগে দমকা হওয়া বইছিল। এ সময় বিভিন্ন জায়গা গাছের ডালপালা পড়ে থাকতে দেখা যায়।
গতকাল বুধবার বিকেল চারটা থেকে ঘূর্ণিঝড় আমফান সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছিল। অতিক্রমের সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে ছিল।

এরই মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপক‚লসহ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। আবহাওয়া অধিদফতরের ৩৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন আম্পান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বিকাল ৪টা নাগাদ সাগরদ্বীপ এর পূর্বপাশ হয়ে ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন