শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কর্মহীন লক্ষাধিক তাঁত শ্রমিক

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২৯ মে, ২০২০, ১২:১৪ এএম

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির পড়ার প্রভাব পড়েছে কুষ্টিয়া তাঁতপল্লীতেও। থমকে গেছে তাঁতপল্লী। থমকে গেছে প্রাণচাঞ্চল্য। নেমে এসেছে তাঁতপল্লীর ভিন্ন চিত্র। করোনার দুর্যোগে দীর্ঘদিন উৎপাদন ও বিপণন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন তাঁতপল্লীর সাথে যুক্ত মানুষেরা। কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্পের সাথে জড়িত লক্ষাধিক শ্রমিক। বেকার শ্রমিকদের ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। জেলার তাঁত শিল্পকে রক্ষায় ক্ষতি নির্ধারণে কাজ শুরু করেছে জেলা তাঁত বোর্ড।
কুষ্টিয়া জেলার কুমারখালী, খোকসা, সদর উপজেলায় হাজার হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করে তাঁতশিল্পের উপর। ঈদের আগে তারা কর্মব্যস্ত থাকলেও এবার করোনার প্রভাবে সকল কারখানার উৎপাদন বন্ধ। কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্পের সাথে জড়িত শ্রমিকেরা। মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।
উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় তাঁতের কাঁচামাল ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। তাই লোকসানের হাত থেকে রক্ষায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁত মালিকরা।
তারা বলেন, সরকার আমাদের দিকে না তাকালে পথের ফকির হয়ে যাবো আমরা।
প্রান্তিক তাঁত শ্রমিকদের তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দেন কুষ্টিয়ার কুমারখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান। তিনি বলেন, আমরা এরইমধ্যে দুই দফায় সরকারি ত্রাণ বিতরণ করেছি এবং সামনে ডাটাবেজ করা হচ্ছে, তিনটি পর্যায়ে আমরা ক্ষুদ্র প্রান্তিক তাঁতিদের নাম অর্ন্তভুক্ত করার জন্য নাম নিয়েছে। এ অবস্থায় ক্ষতির পরিমাণ হিসাব করে তাঁতি ও কারখানার মালিকদের সরকারি সহযোগিতা আশ্বাস দেন কুষ্টিয়ার তাঁত বোর্ডের কুমারখালী সার্ভিস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টারের সহকারী মহা-ব্যবস্থাপক মো. মেহেদী হাসান। তিনি বলেন, বিভিন্ন তাঁতশিল্প মালিকদের সঙ্গে বসে অত্র এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তার একটি তালিকা করে আগামীতে এ বিষয়ে সহযোগিতা করতে পারবো।
কুষ্টিয়া তাঁত বোর্ডের তথ্য মতে, জেলায় ১৫ হাজার পাওয়ার লুম ও ২ হাজার হ্যান্ডলুমে ১ লাখ ৪০ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন