কুষ্টিয়ায় ইমাম নিয়োগ নিয়ে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে আবদুর রাজ্জাক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি মানিকাট গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট মধ্যপাড়ার জামে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে মসজিদ থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এ হামলায় দু’পক্ষের প্রায় ১৭ জন আহত হন।
আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আবদুর রাজ্জাকের অবস্থার অবনতি ঘটলে তাকে কুষ্টিয়া জেনালের হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার একপর্যায়ে তিনি মারা যান।
এ ঘটনায় খোকসা থানায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। গত শনিবার এসব মামলায় গ্রেফতার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলীসহ ছয়জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন