মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিয়মিত আদালতের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মে, ২০২০, ১০:০৪ পিএম

ভার্চুয়াল আদালতে সব আইনজীবীর সমান সুযোগ নেই-এ অভিযোগ এনে নিয়মিত আদালত চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করলেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। গতকাল রোববার ঢাকা জেলা আদালত প্রাঙ্গনে উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী বিক্ষোভে অংশ নেন। 

সকাল ১১ টা থেকে ১২ পর্যন্ত ঘণ্টাব্যাপি চলে এই বিক্ষোভ। এ সময় অধিকাংশ আইনজীবীর মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি হয় উপেক্ষিত। মিছিল করার আগে নিয়মিত আদালত খোলার পক্ষে গণস্বাক্ষর করেন ৩ শতাধিক আইনজীবী।
বিক্ষোভে অংশ নেয়া আইনজীবীদের বক্তব্য,ভার্চুয়াল আদালতে সকল আইনজীবী সমান সুযোগ পান না। এখানে শুধুমাত্র জামিন শুনানি হয়। কিন্তু আসামির আত্মসমর্পণ, চলমান মামলার সাক্ষ্য গ্রহণ, নালিশী মামলা দায়ের করা সম্ভব হচ্ছে না। অব্যবস্থাপনা ও দুর্ভোগের শিকার হতে হয়। এতে অধিকাংশ আইনজীবীই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণ আইনজীবীদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে অ্যাডভোকেট এইচ এম মাসুম, মুহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন