শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মীরসরাইয়ে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২০, ৫:২২ পিএম

মীরসরাইয়ে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার ১০ জুন রাত সাড়ে ১২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মহাসড়কের পূর্বপাশে এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩২ হবে। র‌্যাব চট্টগ্রাম এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পারি মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় একদল কতিপয় ডাকাত সংজ্ঞবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সময় র‌্যাবের এটিট দল ঘটনাস্থলে উপস্থিত হলে, ডাকাতরা র‌্যাবের উপস্থিত টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টাগুলি করে। কিছুক্ষণপর ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক ডাকাতের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি, ৮ রাউন্ড গুলি এবং কয়েকটি দা, ছুরি ও লাটি উদ্ধার করা হয়। নিহত ডাকাতের মৃতদেহ মীরসরাই থানা পুলিশ নিয়ে গেছে। এই বিষয়ে র‌্যাব বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এবষিয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে র‌্যাবের পক্ষ থেকে এখনো কোন মামলার এজাহার দাখিল করেনি। তাই বিস্তারিত জানিননা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন