স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে রাজশাহীতে আবারো আসতে পারে লকাডাউন। গতকাল বৃহস্পতিবার বিকেল জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন জেলার পরিস্থিতি বিবেচনা করে লকডাউন দেয়া হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, নতুন নির্দেশনা সম্পর্কে এখনো আমি জানি না। তবে জেলায় যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে জেলায় লকাউন ঘোষণা দেয়া উচিত। জেলার করোনা পরিস্থিতি দিনদিন খারাপের দিকেই যাচ্ছে।
রাজশাহী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, করোনা পরিস্থিতির কারণে মানুষের চলাচল সীমিত করতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে দূরপাল্লার যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে। আর ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিসহ ব্যক্তিগত যানবাহন যাতে রাতে নিয়ম অমান্য করে চলাচল করতে না পারে তা তদারকির জন্য মাঠে প্রশাসন কাজ করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন