বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালে ঈদ জামাত

চট্টগ্রাম ব্যুরো, রাজশাহী ব্যুরো ও বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল পৌনে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায় জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

এছাড়া নগরীতে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৭টায় হযরত শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরু বাজার জামে মসজিদ ও সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী (রা.) চসিক জামে মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। নগরীর ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলরগণের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত স্ব-স্ব মসজিদ অথবা ঈদগাহে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্যারেড ময়দান, চট্টগ্রাম কলেজ, চকবাজার, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদরাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ, হযরত শাহ সুফী আমানত খাঁন (রহঃ) দরগাহ মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ ময়দান, জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ী হাজী নজু মিয়া সওদাগর জামে মসজিদ, খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহঃ) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদরাসা, আল আমিন বাড়িয়া মাদরাসা ঈদগাহ ময়দান, জাম্বুরী ময়দান, চট্টগ্রাম বন্দর ষ্টেডিয়াম, বোলোয়ার খান জামে মসজিদ, মেহেদীবাদ সিডিএ কলোনী মসজিদ, কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ান হাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান, নাছিরাবাদ বয়েজ হাই স্কুল ময়দান, বায়তুল মামুর জামে মসজিদ, কাদেরীয়া নুরীয়া শাহী জামে মসজিদ, হযরত মোল্লা মিসকিন শাহ (রহঃ) মসজিদ ময়দান, বাকলিয়া মিয়া খান নগর মাদরাসা এ মোজাহারুল উলুম। কামাল-ই-ইসকে মুস্তফা (সা.) কমপ্লেক্স জামে মসজিদ, চিটাগাং জুট ম্যানুফেকচারিং মসজিদ ময়দান, বহদ্দার হাট ওয়াপদা কলোনী জামে মসজিদ ময়দান, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদরাসা ময়দান, খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ, মসজিদে গাউছুল আযম জিলানী (রহঃ), উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার অঙ্গীকার ক্লাব, জে এম সেন হাই স্কুল ময়দান, বক্সির হাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জামে মসজিদ, পীর বদর (রহঃ) আউলিয়া জামে মসজিদ, মাইঝ্যা বিবি শাহী জামে মসজিদ, মাদরাসা নুরীয়া ঈদগাহ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, ষ্টেশন রোড মসজিদ, নিউ ঝাউতল মসজিদ, ওমরগণি এমইএস কলেজ ময়দান, বাংলাদেশ ইসলাম একাডেমী, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ, মসজিদে বায়তুছ সালাম, দক্ষিণ হালিশহর কাটাখালী হযরত আলী শাহ (রাঃ) প্রাথমিক বিদ্যালয় ময়দান, হালিশহর হাউজিং এষ্টেট ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারী স্কুল ময়দান, নেছারিয়া আলীয়া ময়দান, সর্দার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান, মসজিদ-ই-নুর মাদরাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, গাউছুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দান, হাজী ছালেহ জহুর জামে মসজিদ, চাঁদ মিয়া মুন্সি রোড জামে মসজিদ, হাজী পাড়া আশেকানে আউলিয়া মাদরাসা জামে মসজিদ, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন ময়দান, পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ ময়দান, লালিয়া হাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বাংলা বাজার রশিদ বিল্ডিং চত্বর, লালদীঘি ময়দান, হাজী গোলাম রসুল ওয়াকফ এষ্টেট জামে মসজিদ, টার্মিনাল বায়তুশ শরফ মসজিদ, ছোবহানিয়া আলীয়া ময়দান, টাইগার পাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান, বাংলাদেশ বন গবেষণা ইনষ্টিটিউট জামে মসজিদ, হযরত হামজা খাঁ (রহঃ) শাহী জামে মসজিদ ময়দান, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদরাসা ময়দান, বায়তুন আজিজ জামে মসজিদ, মসজিদে বেলাল ইসলামী কমপ্লেক্স, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ জামে মসজিদ, মাদরাসাতুল ইসলামীয়া মিছবাহুল উলম ময়দান, পাথরঘাটা হাজী ছুফী ছোবহান সওদাগর ও নুর নাহার বেগম মসজিদ, বক্সির হাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর মসজিদ, আসদগঞ্জ জামে মসজিদ (গাছপট্টি), আলকরণ জামে মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু বেপারী হাজী নজু মিয়া লেইন মসজিদ, বায়তুল কাদের মসজিদ ময়দান, মসজিদ-ই-নূর মাদরাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনী ময়দান, হাজী তবিয়ত খান জামে মসজিদ, জেআইমাদরাসা ব্যাটারী গলি, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, চান্দগাঁও মোরশেদ খান শাহী জামে মসজিদ ময়দানে ঈদেও জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহীতে ঈদ জামাত :রাজশাহীতে এবার ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে।

আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে রাজশাহীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামীয়া শাহ মখদুম (রহঃ) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে তিনি নিজেই ইমামতি করবেন। তাকে সহযোগিতা করবেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইয়াকুব আলী।

এদিকে, রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ও ৮টায় মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। এখানে প্রধান সড়কের ওপর একটিই ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া রাজশাহীর ঐতিহাসিক বাঘা শাহী মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। বৃষ্টি না হলে এবার ঈদ-উল-আজহার জামাত বেশিরভাগ এলাকায় ঈদগাহেই অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে প্রতিকূল আবহাওয়ার জন্য নিজ নিজ এলাকার মসজিদেই মুসল্লিদের ঈদের নামাজ আদায় করতে হবে। ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জালাল আহমদ জানান, সুুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনের জন্য এরই মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বলে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট মসজিদ কমিটিই আলোচনা করে নিজ নিজ ঈদগাহের ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করবেন।

ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবারও ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি। মসজিদ কমিটি তাদের সুবিধামত নামাজের সময় নির্ধারণ করবেন। ঈদের আগের দিন মাইকিং করে জানিয়ে দেবে।

বরিশালে ঈদ জামাত: দক্ষিণাঞ্চলে প্রধান ঈদ জামাত বিশ্ব জাকের মঞ্চিলে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে এ দরবার শরিফে ঈদের নামাজ আদায় ও পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী ছাহেবের রওজা শরিফ জিয়ারতের লক্ষে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানগন বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছাতে শুরু করেছেন। এবারো দক্ষিণাঞ্চলের পাঁচ সহস্রাধিক মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল মহানগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সকাল ৭টায়। ঈদগাহ ময়দানের এ জামাতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেবেন।

বৃষ্টির কথা মাথায় রেখে মুসল্লিদের ঈদগাহে নামাজ আদায়ের সব ব্যবস্থা করা হয়েছে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। ঈদগাহের প্রধান জামাত ছাড়াও নগরীর বিভিন্ন এলাকার ৫০০ মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর অন্যতম মসজিদ এবাদুল্লাহ ও জামে কসাই মসজিদে দুটি করে ঈদ জামাত হবে। এ দুটি মসজিদেই প্রথম জামাত সকাল ৮টা ও দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

চরমোনাই দরবার শরিফ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় বৃহৎ জামাতে পীর ছাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইমামতি করবেন। সকাল সাড়ে ৭টায় আদালতপাড়া জামে মসজিদে, সোয়া ৭টায় টিএন্ডটি কলোনী জামে মসজিদে ঝালকাঠীর নেছারাবাদ দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

বায়তুল নাজাত মসজিদে সকাল ৮টায়, বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় বৃহৎ জামাতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা অংশ নেবেন। এ মসজিদে একসঙ্গে ৫ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন