শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে নবজাতকদের নাম রাখা হচ্ছে আরতুগরুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১১:১৬ এএম | আপডেট : ১১:১৭ এএম, ১৩ জুন, ২০২০

দিরিলিস আরতুগ্রুল জনপ্রিয়তার তুঙ্গে : ছাড়িয়ে গিয়েছে পশ্চিমা সিরিজকেও৷ কোভিড-১৯ এর বিরুদ্ধে জোরদার লড়াই করে চলেছে বিশ্ব। সামাজিক দুরত্ব বজায় রাখতে জারি করা হয়েছে লকডাউন। তবুও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। করোনার ঠিক বিপরীত প্রান্তে দিরিলিসের জনপ্রিয়তাও আক্তুলগালির দৌড়ের গতির মতো (আরতুগরুলের ঘোড়া) বেড়েই চলেছে।

সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ দিরিলিস: আরতুগরুল৷ সিরিয়ালটি ১৩ শতকে ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা আরতুগরুল গাজীর জীবনীভিত্তিক। গত ১ রমযান থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে সিরিজটির উর্দু ডাবিং পিটিভিতে সম্প্রচার শুরু হলে উপমহাদেশে এটি ব্যাপক জনপ্রিয় হয়৷  অন‍্যান‍্য জায়গার মতো জম্মু-কাশ্মীরেও দিরিলিস উন্মাদনা তুঙ্গে। কাশ্মীরের ঘরে ঘরে সমাদৃত হয়েছে ও হচ্ছে তুরস্কের এই সুপারহিট টিভি সিরিজটি। এবার কাশ্মীরে বীর যোদ্ধা আরতুগরুলের নামে নবজাতকদের নামকরণ শুরু হয়েছে। এই জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘দিরিলিস: আরতুগরুল ’ দেখে এর এই সিরিয়ালের প্রধান চরিত্র ‘ আরতুগরুল ’ এর নামে নিজের সদ্যোজাত সন্তানের নাম রেখেছেন এক কাশ্মীরি দম্পতি। কাশ্মীর ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ও শিশু বিশেষজ্ঞ ডা. সুহাইল নায়েক জানান, আমার বহির্বিভাগে এখন প্রায় ছেলেরই নাম রাখা হচ্ছে আরতুগরুল৷ তিনি আরও বলেন, গত শীতের সময় কাশ্মীরে ‘ আরতুগরুল টুপি’ (তুর্কি বে-দের টুপি) ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তখনও আমি ওই ফ্যাশনের বিষয়টি বুঝতে পারিনি। কিন্তু এখন আমি এই সিরিয়ালটি দেখা শুরু করেছি আর বুঝতে পারছি কী ঘটছে। কাশ্মীরের অভিভাবকদের মত, অনেকেই তাদের বাচ্চাদের নাম অশুভ জিনিস, যেমন করোনা ইত্যাদি রাখেন৷ সেখানে আরতুগরুল গাজী একজন মহান তুর্কি যোদ্ধা ও ওসমানি খিলাফত প্রতিষ্ঠার প্রাণপুরুষ৷ তার অসীম সাহস ও বুদ্ধি যেন আমাদের ছেলেরা পায়, সেজন্যই এই নাম রাখা৷ প্রসঙ্গত উল্লেখ্য, আরতুগরুল শব্দের অর্থ সাহসী যোদ্ধা৷

ত্রয়োদশ শতকে আনাতোলিয়ায় (বর্তমানের পূর্ব তুরস্ক) বাইজান্টাইন সাম্রাজ্য, মোঙ্গল বাহিনী আর ক্রুসেডার, টেম্পলার নাইটদের বিরুদ্ধে মুসলিম অঘুজ তুর্কিদের যেসব যুদ্ধ ও কৌশলের মাধ্যমে ওসমানিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার উপর ভিত্তি করেই ‘দিরিলিস: আরতুগরুল ’ সিরিয়ালটি নির্মাণ করেন পরিচালক মেহমেত বোজদাগ।এই সিরিয়াল ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের পিতা আরতুগরুল গাজীর জীবনকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এরদোগান সরকারের সহায়তায়। গত রমযানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই সিরিয়াল পাকিস্তানে প্রচারের ঘোষণা দিলে নতুন করে আলোচনায় আসে। ইতিমধ্যেই এটি ইউটিউবে নতুন রেকর্ড করেছে যা ছাড়িয়ে গিয়েছে পশ্চিমা সিরিজকেও৷ পুবের কলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মশিউর রহমান ২৭ নভেম্বর, ২০২০, ২:১০ এএম says : 0
আর মাত্র ৭ দিনের মধ্যে আমার ছেলে হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই নামটি(আরতুগ্রুল) ই রাখবো। ★ আমার ছেলের পুরো নাম হবে,,,,আব্দুল্লাহ আল আরতুগ্রুল ★
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন