শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জামিন হয়নি ডেসটিনির রফিকুল আমীনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২০, ১০:২০ পিএম

অর্থ আত্মসাৎ ও স্থানান্তরের (মানি লন্ডারিং) দুই মামলায় ডেসটিনি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের জামিন দেননি ভার্চুয়াল আদালত। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল আদালতে জামিন চাওয়া হলে সেটি নাকচ হয়ে যায়। রফিকুল আমীনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। দুর্নীতি দমন কমিশন (দুদক)র পক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আদেশের বিষয়ে তিনি জানান, ভার্চুয়াল আদালত জামিন না দিয়ে আবেদনটি নিয়ে নিয়মিত আদালতে যেতে বলেছেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থপাচারের অভিযোগে পৃথক দুটি মামলা হয়। এর মধ্যে একটিতে জামিনের জন্য আবেদন করা হয়েছে। দুদকের তৎকালীন উপ-পরিচালক মোজাহার আলী সরদার এ মামলা করেন। মামলায় সাধারণ বিনিয়োগকারীদের ২০০৬ সালের ২১ মার্চ থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন