গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২ বছর বয়সী আশিক নামে এক কওমী মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের খানবাড়ী কওমী মাদরাসার ছাত্র আশিক ঈদের পর বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়ে আর মাদরাসায় ফেরেনি। আশিকের বাড়ি উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া গ্রামে। সেই ওই গ্রামের আতাউর রহমানের দ্বিতীয় পুত্র। সে খানাবাড়ী মাদরাসায় দুই বছর ধরে অধ্যয়নরত। আশিকের পিতা আতাউর রহমান জানান, আশিক ঈদের ছুটিতে বাড়িতে যায়। গত ১৪ জুলাই বাড়ি থেকে মাদরাসায় ফেরার কথা বলে বের হয়। পরবর্তীতে মাদরাসার কর্তৃপক্ষ তাকে জানায় আশিক মাদরাসায় আর আসেনি। তিনি আরো জানান, এই কথা জানার পর কাছে দূরের সমস্ত আত্মীয়স্বজনের বাড়ীতে খোঁজখবর করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে এ ব্যাপারে তিনি গত ২৫ জুলাই গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন