পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ের সদর উপজেলায় কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গত ২১ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে অভিভাবকরা এই অভিযোগ দেন। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৩ জুন পঞ্চগড় জেলা সদরের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়া হয়। কিন্তু কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রওশন জাহান এবং সহকারী শিক্ষক আওলাদ হোসেন কৌশলে শিক্ষার্থীদের নির্ধারিত টাকা হতে ১০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত কেটে নেন। তারা কয়েকজন শিক্ষার্থীর অনুপস্থিতিতেও তাদের বৃত্তির টাকা উত্তোলন করেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। ঘটনা বুঝতে পেরে কয়েকজন অভিভাবক উপযুক্ত টাকা দাবি করলে তাদের টাকা পরে ফেরত দেয়ার কথা বলে টালবাহানা করা হয়। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মো. সাকিবের মা গোলাপী বেগম বলেন, আমার ছেলে ১ হাজার ২শ’ টাকা পাওয়ার কথা। তাকে দেয়া হয়েছে ৬০০ টাকা। আমি এর প্রতিবাদ করলে তিনদিন পর প্রধান শিক্ষক আমাকে বাকি ৬০০ টাকা নিয়ে যাওয়ার জন্য খবর পাঠান। রেখা বেগম নামে আরেক অভিভাবক বলেন, আমার ছেলে মো. রাকিব ৫ম শ্রেণী এবং মেয়ে বেনজিন ২য় শ্রেণীতে পড়ে। তাদের নির্ধারিত উপবৃত্তির ২ হাজার ৪শ’ টাকার মধ্যে ১ হাজার ৬০০ টাকা দেয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রওশন জাহান বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন। স্থানীয় একটি মহল এ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ হাসান বলেন, উপবৃত্তির টাকা আত্মসাতের বিষয়ে অভিভাবকদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন