শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে সে দেশের সরকার। তবে বিশেষ পরিস্থিতিতে এটি শীথিল করা হবে বলে জানিয়েছে জাপান। এছাড়া জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। উল্লেখ্য, করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা-টোকিও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে আগে থেকেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন