শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জয়পুরহাটে র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাট সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২০, ১১:৩০ এএম | আপডেট : ১১:৩১ এএম, ২৪ জুন, ২০২০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে র‍্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‍্যাবের দাবি,

নিহত রবিউল বিজিবি ও পুলিশ অ্যাসল্টসহমাদকের ১৯ মামলার আসামী। সে পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, দলবল নিয়ে মাদক কারবারের খবর পেয়ে র‍্যাবের আভিযানিক দল আজ (বুধবার) ভোরে দিকে পঁাচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় র‍্যাবের দু’জন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেয়। এ

সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল,১টি ওয়ান শ্যুটার গান,২টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেন্সিডিল সহ ১২০০ পিছ
ইয়াবা উদ্ধার করার করেছে র‍্যাব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন