শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রিও অলিম্পিক, আর মাত্র ০৫ দিন বোল্টদের অনুশীলন

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ক্যালেন্ডারের পাতা থেকে সময় নেমে গেছে দিনের কোটায়। আরেকটু খোলাসা করে বললে ঘড়ির কাঁটায়। আর মাত্র ৫দিন বাকি রিও অলিম্পিকের। আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হয়ে যাচ্ছে বিশ্বের সব থেকে বড় স্পোর্টস ইভেন্ট অলিম্পিক। এটি অলিম্পিকের ৩১তম আসর। এই আসরকে সামনে রেখে রিওতে ধাপে ধাপে জড়ো হচ্ছেন অংশগ্রহণকারী ২০৭ দেশের প্রায় ১৮ হাজার অ্যাথলেট। অনেকে এরই মধ্যে পৌঁছে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন। যাদের মধ্যে আছেন বিশ্বের সবচাইতে বড় তারকা উসাইন বোল্ট। গেলপরশুই রিও তে পা রাখেন দ্রæততম মানব। নিজের আগের সকল রেকর্ডকে গুড়িয়ে নতুন রেকর্ড গড়ার প্রত্যায়ে ব্রাজিলে হাজির জ্যামাইকান বজ্রবিদ্যুৎ। অলিম্পিক ভিলেজের বাইরে অ্যাথলেটস পার্কে এখন অলিম্পিয়ানদের ভিড়। এখানে প্রতিদিন ২৭০০ অ্যাথলেট অনুশীলন করতে পারেন। অলিম্পিক ভিলেজ থেকে এই পার্কের দূরত্ব মাত্র ২০০ মিটার।
এখানে অলিম্পিয়ানদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই রয়েছে। সব ধরনের খেলার সামগ্রী থেকে শুরু করে ফিজিওথেরাপি রুম, ম্যাসাজ টেবিল ও মেডিকেল সেবা রয়েছে। ক্যান্টিনে রয়েছে ব্রাজিলের সুস্বাদু বিভিন্ন ধরনের ফলমূল ও আইসোটোনিক ড্রিঙ্ক। তাছাড়া সাউন্ড প্রæফ রুমেরও ব্যবস্থা রয়েছে। অ্যাথলেটস পার্কের সুযোগ সুবিধা দেখে খুশি জাপানের জিমন্যাস্টিকস কোচ আয়াকো কিতামুরা। তিনি বলেন, ‘অনুশীলনে প্রথমদিন এয়ার কন্ডিশন খুবই ঠাÐা ছিল। ব্রাজিলে এটি খুব সাধারণ বিষয়। কিন্তু দ্বিতীয় দিন আমরা মানিয়ে নিয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন