ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে রয়েছে। এ অবস্থায় উপজেলা ও এর আশপাশের রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে। আর কর্তৃপক্ষ বলছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে কয়েকবার চিঠি প্রেরণ করেও কোন কাজ হচ্ছে না। জেলার পীরগঞ্জ উপজেলা শহরের অবস্থিত ৩১ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি যেখানে রোগীর সেবা নিশ্চিত করার কথা। সেখানে রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে বিড়ম্বনার পাশাপাশি ফিরছে অন্যত্র। জরুরি কোন রোগীর ক্ষেত্রে আরো মারাত্মক আকার ধারণ করছে। মৃত্যু ঝুঁকিতে পড়ছে অনেকে। হাসপাতালে সেবা না পেয়ে ঠাকুরগাঁও জেলা শহর, দিনাজপুর কিংবা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে দরিদ্র পরিবারের রোগীরা। এ অবস্থায় সংকট সমাধানে দ্রুত দাবি সকলের। হাসপাতালে চিকিৎসা নিতে আসা পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের সফিকুল, আইয়ুব আলী, মাহমুদুল হাসান বাপ্পি জানান, আমরা এই হাসপাতালে রোগী নিয়ে এসে যে ভোগান্তির শিকার হয়েছি। এতে আমাদের রোগীর আরো বেশি ক্ষতি হয়েছে। আমরা আশা করছি এমন ভোগান্তি যেনো আর কোন রোগীর ক্ষতি না হয়। সেই সাথে সরকারকে অনুরোধ করবো হাসপাতালে গতি যেন ফিরে পায়। হাসপাতাল সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটিতে ৩৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে মেডিকেল অফিসারের পদ ১৩টি। আর অন্যান্য গুরুত্ব পূর্ণ ২২টি পদেও জনবল নেই। হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড বয় পদটিও দীর্ঘদিন শূন্য রয়েছে। নেই পিয়ন ও ঝাড়দার। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মতর্কা আব্দুল মজিদ জানান, জনবল চেয়ে চিঠি দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন