মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

বিদেশে কাজ নেই তাই বাড়ি ফেরা বহু প্রবাসী কর্মী ফেরার অপেক্ষায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২০, ২:৫৪ পিএম

করোনা মহামারিতে বিদেশের কোম্পানীতে কাজ নেই তাই বাধ্য হয়েই প্রবাসী কর্মীদের দেশে ফিরতে হচ্ছে। আরো বহু প্রবাসী কর্মী কাজ না থাকায় দেশে ফেরার জন্য প্রহর গুনছে। কাতার থেকে গতকাল গভীর রাতে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক প্রত্যাগত কর্মী এসব কথা বলেন। প্রত্যাগতদের অনেকেই চড়া সুদে ঋণ করে এবং ভিটেমাটি বিক্রি করে বিদেশে গেলেও এখনো অভিবাসন ব্যয়ের টাকাও তুলতে পারেনি। করোনা মহামারি এসব প্রবাসী পরিবারের সোনালী স্বপ্নকে চুরমার করে দিচ্ছে।
মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি নারী-পুরুষ কর্মী কঠোর পরিশ্রম করে প্রচুর রেমিট্যান্স দেশে পাঠাচ্ছে। করোনার মাঝেও আশার আলো ছড়াচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গত মে মাসে ১৫০ কোটি ৩০ লাখ (১.৫ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত এপ্রিল মাসের চেয়ে ৪১ কোটি ৬৬ লাখ ডলার বেশি। গত এপ্রিল মাসে প্রবাসীরা ১০৮ কোটি ৬৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে মোট ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ (১৮.২০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই অঙ্ক আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০.৮৫ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে মোট ১৬.৪২ বিলিয়ন রেমিট্যান্স এসেছিল। দেশের জিডিপিতে এই রেমিট্যান্সের অবদান ১২ শতাংশের মতো।
বায়রার ইসির অন্যতম সদস্য ও অ্যাক্টিভ ম্যানপাওয়ার সার্ভিসেসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী প্রতিদিন বিদেশ থেকে চাকরি হারিয়ে কর্মী ফেরত আসায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ মঙ্গলবার ইনকিলাবকে বলেন, দেশের অর্থনীতির চাকাকে উর্ধ্বমুখী রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। জনশক্তি রফতানির খাতকে ধরে রাখতে হলে করোনা মহামারি পরবর্তী কার্যক্রমগুলোর প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। অন্যথায় সেন্ডিংকান্ট্রিগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না বাংলাদেশ। করোনার কারণে চাকরি হারানো প্রত্যাগত অসহায় কর্মীরা যাতে পরবর্তীতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় সে ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর কল্যাণ ডেস্ক সূত্র জানায়, রাত ২ টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট (কিউ আর-৬৩৮) যোগে চাকরি হারিয়ে ২৯৮ জন কর্মী ঢাকায় পৌঁছেছে। এছাড়া গতকাল বিকেলে সউদী আরব থেকে বিশেষ ফ্লাইট (এসভি-৩৮০৪) যোগে ২৭৩ জন কর্মী দেশে ফিরেছে। এদের মধ্যে অধিকাংশ কর্মীই চাকরি হারিয়ে খালি হাতে দেশে ফিরেছে।
এদিকে বিমানবন্দর সূত্র জানায় আজ মঙ্গলবার সন্ধ্যায় কুয়েত এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট যোগে দেশটি থেকে বেশ কিছু অবৈধ কর্মী দেশে ফেরার কথা। এছাড়া আজ রাতে সিঙ্গাপুর, কম্বোডিয়া ও দুবাই থেকে পৃথক তিনটি ফ্লাইট যোগে চাকরি হারিয়ে প্রবাসী কর্মীদের দেশে ফেরার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
How the Bangladeshi people work in Italy when These Bustered Bangladesh people do no speak in Italian; These bustered uneducated Bangladeshi enter in Malaysia Who are completely ignorant & uneducated I was amazed to see one Bangali screaming saying that in marriage market a person gets more vale if is in Italy Even valued if he is a labourer; BUSTERED THINKING IT GOES BY EDUCATION THAT LABOURER CAN NOT GET MORE VALUE than a doctor or engineer
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন