বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আন্তর্জাতি কারাতে প্রশিক্ষক জুয়েল স্মরণে সভা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ৬:২৫ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত মাসে মারা যান আনসারের আন্তর্জাতিক কারাতে বিচারক ও প্রশিক্ষক হুমায়ুন কবির জুয়েল। দেশের কারাতের অন্যতম সেরা এই প্রশিক্ষক ও জাজকে স্মরন করলেন কারাতেকা ও সংগঠকরা। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুম জুয়েলের বর্ণাঢ্য কর্মময় জীবনের নানান দিক তুলে ধরে বক্তৃতা করেন বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির, সোতকান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী কারাতেকা হাসান খান সান। বাংলাদেশের কারাতে খেলাকে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করতে হুমায়ুন কবির জুয়েলের অবদান অনস্বীকার্য এবং তার শূন্যতা কোনভাবেই পূরণ করা সম্ভব নয় বলেই মনে করেন তারা। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন