শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত হবে দিনব্যাপী ৮ম ইয়ং লায়ন বি খিউকুশিন ফুলকন্টাক্ট কারাতে টুর্নামেন্টের খেলা। এছাড়া একই দিন বিকালে খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের প্রধান শিহান মনির আহমেদ ভুইয়ার রচিত ‘খিউকুশিন কারাতে’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, এমপি। বিকাল ৫টায় বইয়ের মোড়ক উন্মোচন করাসহ খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন শিক্ষামন্ত্রী।
এবারের ইয়ং লায়ন বি খিউকুশিন ফুলকন্টাক্ট কারাতে টুর্নামেন্টে ৩টি ক্যাটাগরীতে বাছাইকৃত ২৯ জন পুরুষ, ৬ মহিলা ও ৫ জন বালকসহ মোট ৪০ জন প্রতিযোগি অংশ নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন