বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে টিপু আলম মিলনের গল্পে ৮ নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১১:১৮ এএম

ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ১৪টি নতুন নাটক, ১৪টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় গান এবং বিশেষ ম্যাগাজিনসহ নানা অনুষ্ঠান। নাটকগুলোর মধ্যে ৭টি একক, এবং ৭ পর্বের ৬টি বিশেষ ধারাবাহিক। ১৪টি নাটকের মধ্যে ৮টি নাটকেরই গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ৩টি একক ও ৫টি ধারাবাহিক। একক নাটক তিনটি হলো, আল হাজেন পরিচালিত ‘ছোট ভাই’, মারুফ মিঠু পরিচালিত ‘বেবী লাভ’ এবং মজিবুল হক খোকন পরিচালিত ‘ডার্লিং পয়েন্ট’। ৫টি ধারাবাহিকের মধ্যে দুটি নাটক পরিচালনা করেছেন আল হাজেন। নাটক দুটি হলো, ‘শিয়াল বাড়ি’ ও গত ঈদুল আজহায় ব্যাপক জনপ্রিয় পাওয়া ‘জামাই বাজার’ নাটকের সিক্যুয়েল ‘জামাই বাজার-২’। এছাড়াও জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় ‘সুন্দরী বাঈদানী’, হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেলের যৌথ পরিচালনায় ‘বুড়া জামাই’ এবং আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ধান্দা বাবা’। নাটক লেখা নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা আর আশপাশের মানুষের জীবনের গল্প নিয়েই নাটকের কাহিনী আবর্তিত। হাস্যরসে ভরপুর এ নাটকগুলো করোনাকালে দুঃশ্চিন্তাগ্রস্ত মানুষকে কিছুটা বিনোদন দিবে বলে আমার বিশ্বাস। তাছাড়া বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন