রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীর্ষ অস্ত্র ও মাদক বিক্রেতা ভাগিনা সেলিমসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার লাভপাড়া, মাসাবো ও চনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার লাভপাড়া এলাকার বদরুজ্জামান শাহাদাত হোসেন ওরফে ভাগিনা সেলিম, মাসাবো এলাকার নাসির উদ্দিন, হোসেন মিয়া, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের রাবেয়া বেগম ও শাহ আলম। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত জসিম উদ্দিন জানান, লাভপাড়া এলাকার অস্ত্র ও মাদক মামলার আসামী শাহাদাত হোসেন ওরফে ভাগিনা সেলিমকে দীর্ঘ দিন ধরে খুঁজে বেড়াচ্ছিলো পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া মাসাবো এলাকা থেকে ১৪ ক্যান বিয়ারসহ নাসির উদ্দিন ও হোসেন মিয়াকে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে ৩০ পিছ ইয়াবাসহ শাহ আলমকে ও ৮০ পিছ ইয়াবাসহ রাবেয়াকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে রূপগঞ্জ থানায় পৃথক ভাবে মাদক দ্রব্যে নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন