শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাতানো ম্যাচ নিয়ে বাফুফেকে সতর্কতা এএফসির

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৬:৫১ পিএম

একশ্রেণীর অসাধু ক্রীড়া সংগঠকদের যোগসাজসে যুগে যুগে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে পাতানো খেলা। হোক সেটা ক্রিকেট কিংবা ফুটবল অথবা অন্য কোনো খেলা। দুষ্টচক্র সব সময়ই ওৎপেতে থাকে কখন কোন খেলায় নিজেদের ফায়দা হাসিল করা যায়। তারা সুযোগের স্বদব্যবহার করে অবস্থা এবং পরিস্থিতি বুঝে। এই যেমন প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে এখন টালমাটাল বিশ্ব অর্থনীতি। করোনা পরবর্তীতে ফুটবল পুরোদমে শুরু হলে নিজেদের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে তুলতে সক্রিয় হতে পারে ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট দুষ্টচক্র। নানা সিন্ডিকেটের মাধ্যমে ফুটবলের নীতিকে নষ্ট করতে সক্রিয় হতে পারে তারা। যা নিয়ে শঙ্কিত বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও। এই দুষ্টচক্র যাতে ফুটবলের সততা নষ্ট করতে না পারে, সে বিষয়ে ইতোমধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে বলেছে। এ ব্যাপারে কিছু গাইডলাইন মেনে চলার নির্দেশনাও দিয়েছে তারা। এই সতর্ক বার্তা ও নির্দেশনা পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। যে কারণে তারা পরবর্তী মৌসুমে পাতানো খেলা রোধে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বনের ঘোষণা দিয়েছে।

এএফসির গাইডলাইন প্রসঙ্গে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘করোনাভাইরাস মহামারি ফুটবল অঙ্গনকে এক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এর মধ্যে পাতানো খেলার মাধ্যমে ফুটবলের সততা নষ্ট হওয়ার ঝুঁকি বৃদ্ধি অন্যতম। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল খেলা বিঘœ হওয়ায় যে অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তাতে ফুটবল খেলা ম্যানুপুলেশন করার জন্য বিভিন্ন সিন্ডিকেট এই সুযোগ নেয়ার চেষ্টা করবে।’ তিনি যোগ করেন,‘ করোনার পর খেলা শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশে পাতানো খেলা বেড়ে যেতে পারে আশঙ্কা করছেন সবাই। তাই ফুটবল পুনরায় মাঠে গড়ালে পাতানো খেলা রোধের চেষ্টা প্রত্যেকটি ফেডারেশনের দায়িত্ব বলে মনে করছে এএফসি। যে কারণে সদস্য দেশগুলোকে নিজ নিজ ঘরোয়া আসর পরিচালনার ক্ষেত্রে পাতানো খেলা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করার নির্দেশনা দিয়েছে এশিয়া ফুটবলের অভিভাবক সংস্থাটি।’

সালাম মুর্শেদী আরো বলেন, ‘এএফসির মতো পাতানো খেলা রোধ করতে আমরাও বদ্ধপরিকর। তাই আগামী মৌসুমে এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। ফুটবলের সততা ঠিক রাখতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করব। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন