শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এএফসি কাপ স্থগিতে হতাশ বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০৩ এএম

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এএফসি কাপ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কাউন্সিল। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় মালদ্বীপ যেতে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে। ১৪ থেকে ২১ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ হওয়ার কথা ছিল মালেতে। কিন্তু দক্ষিণ এশিয় অঞ্চলের করোনা পরিস্থিতি ভেস্তে দিয়েছে এই স‚চি।

এফসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ‘এএফসি গ্রুপ পর্বের খেলা পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে।’ যারা এরমধ্যে মালদ্বীপ চলে গিয়েছে তাদের দেশে ফেরার কথাও জানায় এএফসি, ‘যেসব ক্লাব মালদ্বীপে চলে গিয়েছে তাদের কোভিড প্রটোকল মেলে নিজ দেশে ফিরতে হবে। একইসঙ্গে যারা এখনো মালদ্বীপে যায়নি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এএফসি এবং তাদের ভ্রমণ বাতিলের কথা বলা হচ্ছে।’

‘ডি’ গ্রুপে বসুন্ধরার সঙ্গী ছিল এটিকে মোহনবাগান, মাইজা এসআরসি এবং বেঙ্গালুরুর এফসি ও ক্লাব ঈগলসের মধ্যে জয়ী দল। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত ছিল বসুন্ধরা। কিন্তু দুপুর ১টায় তাদেরকে টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক। এমন সিদ্ধান্তের পর হতাশা লুকাতে পারেননি বসুন্ধরার স্ট্রাইকার তৌহিদুল আলম। তিনি বলেন, ‘ব্যাগপত্তরসহ সব গুছিয়ে বাসে তোলা হয়েছে। সবাই পোশাক পরে বিমানবন্দরে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে গেছি। মোনাজাত করে আমরা বাসে উঠব, ঠিক এমন সময় খবর এল খেলা বাতিল। ফলে, আমাদের ভীষণ মন খারাপ। যা-ই হোক, কিছু করার নেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন