শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বিজ্ঞাপন নয়, বিনামূল্যে মাস্ক

ইন্ডিয়া টুডে | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

শুধু বিজ্ঞাপন ছাপিয়ে সচেতনতা নয়, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সতর্ক করতে কাশ্মীরের এক উর্দু সংবাদপত্র যে ভ‚মিকা নিল, তা নিঃসন্দেহে বিরল এবং অত্যন্ত প্রশসংনীয়। 

গতকাল বৃহস্পতিবার ‘রোশনি’ নামের পত্রিকার প্রথম পাতার সঙ্গে আটকানো একটি সার্জিক্যাল মাস্ক! নিচে উর্দু ভাষায় লেখা বার্তা ‘মাস্ক ব্যবহার করা প্রয়োজনীয়। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।’ পত্রিকা হাতে নিয়ে রীতিমতো অবাক পাঠকরা। দারুণ কাজ! সবাই প্রশংসা করছেন।

পত্রিকাটি শ্রীনগর থেকে প্রকাশিত হয়। প্রকৃত অর্থেই আলো ছড়িয়েছে এই পত্রিকা। ভারতীয় মুদ্রায় দাম মাত্র ২ টাকা। স্বল্পমূল্যেই পাঠকদের সুরক্ষার কথা ভেবে রোশনি সকলের কাছে পৌঁছে দিচ্ছে একটি করে মাস্ক। এর জন্য আলাদা কোনও দাম নেওয়া হচ্ছে না।

রোশনির সম্পাদক শোরা জানিয়েছেন, ‘করোনা সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে মাস্ক পরা জরুরি। কিন্তু জনগণ এখনও এ বিষয়ে কিছুটা উদাসীন। বারবার মুখে বলে, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও খুব একটা সতর্ক করা যায়নি। তাই আমরা কাগজের সঙ্গেই বিনামূল্যে মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এতে সরাসরি মানুষের হাতে মাস্ক পৌঁছে দিয়ে তাদের মাস্ক ব্যবহারের গুরুত্ব বোঝানো যাবে বলে আশা করি।’
সোশ্যাল মিডিয়ায় রোশনির প্রশংসার ঢেউ শুরু হয়েছে। অনেকেই বলছেন, সীমিত পরিসরেও কীভাবে আসল কাজ করা যায়, তা দেখিয়ে দিল রোশনি, তার আলো ছড়িয়ে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন