শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অধীনেই বিরোধের অবসান হতে পারে : ইমরান

সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে দেশের নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বর্ষপূর্তির প্রাক্কালে ইমরান খান সরকারের এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপ‚র্ণ বলে মনে করা হচ্ছে। খবর ডন অনলাইনের। শুধু সমগ্র কাশ্মীর নয় গুজরাটের জুনাগড়কেও নতুন মানচিত্রে অন্তর্ভ‚ক্ত করেছে পাকিস্তান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে নয়া মানচিত্রের অনুমোদন শেষে ইমরান খান বলেন, ‘আজ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক দিন। এই প্রথমবার ভারত অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, পাকিস্তানের সব রাজনৈতিক দলের এতে সমর্থন রয়েছে। গত বছরের ৫ আগস্ট নেওয়া ভারত সরকারের অবৈধ দখলদারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই মানচিত্র একটি প্রতিবাদ। রাজনৈতিক ম্যাপ প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির পাশে রেখে প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন। ইমরান খান এ সময় জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অধীনেই কেবল কাশ্মীর নিয়ে বিরোধের অবসান হতে পারে। জাতিসংঘ প্রস্তাবনায় কাশ্মীরি জনতাকে তারা কোন রাষ্ট্রে যোগ দিতে চায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। ইমরান খান বলেন, ‘কাশ্মীরের জনতাকে দেওয়া বিশ্ব স¤প্রদায়ের প্রতিশ্রুতি এখনও প‚রণ হয়নি। আমরা স্পষ্ট করে বিশ্ব স¤প্রদায়কে বলতে চাই যে এটিই (কাশ্মীরি জনতা কোন রাষ্ট্রে যোগ দিতে চায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা) একমাত্র সমাধান। সরকার এই বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাবে।’ নতুন মানচিত্র উন্মোচন করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে আমাদের এই লড়াই করব। কেননা আমরা সামরিক সমাধানে বিশ্বাস করি না। আমরা জাতিসংঘকে বারবার মনে করিয়ে দেব যে আপনারা (কাশ্মীরের জনগণের কাছে) যে প্রতিশ্রুতি করেছিলেন তা এখনও প‚রণ করেননি।’ পররাষ্ট্রমন্ত্রী কুরেশি এ সময় জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন লাভের পর অচিরেই নতুন মানচিত্রটি পাকিস্তানের আনুষ্ঠানিক মানচিত্রে পরিণত হবে। এরপর সেটি অন্তর্ভুক্ত করা হবে স্কুল-কলেজের পাঠ্য বইয়ে। নতুন মানচিত্র প্রকাশের উদ্যোগ নেওয়ায় কুরেশি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন। সমগ্র কাশ্মীর ও গুজরাটের অংশবিশেষ নিজেদের এলাকা হিসেবে অন্তর্ভ‚ক্ত করে পাকিস্তানের নয়া মানচিত্র প্রকাশ নিয়ে ভারত এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের এ পদক্ষেপকে মানচিত্রের মাধ্যমে আকাশকুসুম স্বপ্ন দেখা হিসেবে বর্ণনা করেছে বলে জানা গেছে। ডন অনলাইন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Hasan Yousuf Sarfaraz ৬ আগস্ট, ২০২০, ২:৫৩ এএম says : 0
সাহসিকতা তারিফ যোগ্য।
Total Reply(0)
Mohammed Zakir ৬ আগস্ট, ২০২০, ২:৫৩ এএম says : 1
হে বীর তোমাকে স্যালুট, শুধু কাশ্মীর নয় পুরা ভারত ইসলামের দখলে আসবে ইনশাআল্লাহ
Total Reply(0)
Anwar Hossen ৬ আগস্ট, ২০২০, ২:৫৪ এএম says : 0
Very good
Total Reply(0)
Sahid Hossin ৬ আগস্ট, ২০২০, ২:৫৪ এএম says : 1
স্যালুট ইমরান খান কে। তোমার মত নেতা দরকার।
Total Reply(0)
Akash Belal ৬ আগস্ট, ২০২০, ২:৫৪ এএম says : 0
fantastic. imran khan is a hero of Pakistan.
Total Reply(0)
Rakib Hasan ৬ আগস্ট, ২০২০, ২:৫৫ এএম says : 1
Congrats To Pakistan.. Insha'Allah
Total Reply(0)
Abdul Latif Mamun ৬ আগস্ট, ২০২০, ২:৫৫ এএম says : 1
আমরাও একদিন সমগ্র বাংলার মানচিত্র প্রকাশ করব ইনশাল্লাহ
Total Reply(0)
আমীমুল ইহসান সিলেট ৬ আগস্ট, ২০২০, ১০:০৪ এএম says : 1
ইসলামের জয় হবে একদিন। ইনশাল্লাহ
Total Reply(0)
mohammad samsu ৬ আগস্ট, ২০২০, ১:১০ পিএম says : 1
সঠিক সিদ্দান্ত
Total Reply(0)
Monjur Rashed ৬ আগস্ট, ২০২০, ১:২৮ পিএম says : 0
Tit for tat
Total Reply(0)
j mamun. ৬ আগস্ট, ২০২০, ১:৫৭ পিএম says : 0
সাবাস ইমরান খান।আপনি মুসলিমদের ভালবাসার পাত্র ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন