বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জীববৈচিত্র্য রক্ষায় সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে বুধবার ‘জীব বৈচিত্র্য ধ্বংসের পরিণাম ; হুমকির মুখে সভ্যতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নিয়ামুল নাসের। সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘ঢাকা শহরে লাখ লাখ চড়ুই পাখি রয়েছে। নাগরিকরা বাসাবাড়ীর ছাদে বা বারান্দায় একটু খাবারের সংস্থান করলে চড়–ই পাখি এ শহরে টিকে থাকবে। ইকোসিস্টেমে পশু-পাখি ও জীব বৈচিত্র্য একে অপরের অপরিহার্য’। সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে পরিচালক মো. ইমতিয়াজ হোসেন, প্রধান ডিসপ্লে কর্মকর্তা মাকসুদা বেগম ও কিউরেটর সুকল্যাণ বাছাড়। বিজ্ঞান জাদুঘরের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন