শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দুর্নীতি করে কেউ পার পাবেন না : চসিক প্রশাসক সুজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, আমার দায়িত্ব পালনকালে কেউ দুর্নীতি করে পার পাবেন না। তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চসিকের ভ‚-সম্পত্তি উদ্ধারেরও নির্দেশ দেন। তিনি গতকাল টাইগারপাসস্থ নগরভবনে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন।

রাজস্ব আদায়ের চিত্র দেখে প্রশাসক অসন্তোষ প্রকাশ করে আগামী একমাসের মধ্যে সর্বোচ্চ রাজস্ব আদায় করতে বলেন। তিনি বলেন, বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ চসিকের আয় সংশ্লিষ্ট খাতসমূহকে শক্তিশালী করতে রাজস্ব বিভাগে কর্মরতদের ভ‚মিকা অপরিসীম। রাজস্ব খাতটি হচ্ছে মূল চালিকা শক্তি। সভায় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন