শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

স্টাফ রির্পোটার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

কুষ্টিয়া শহরতলীর লাহিনী এলাকার মেটন চরপাড়া মাঠ থেকে বশির উদ্দিন (৬০) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ, তবে ভ্যানটি দুর্বৃত্তরা নিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত বশির উদ্দিন কুমারখালীর সাওতাপাড়ার মরহুম জসিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, মাঠে লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতারের মর্গে প্রেরণ করে।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বশির উদ্দিনকে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন