বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১৮জন শাহাদাতবরণকারী পরিবারের পাশে সহযোগিতার হাত নিয়ে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৫:২৯ পিএম

গত ৫ আগস্ট নেত্রকোনায় ট্রলার ডুবিতে শাহাদাতবরণকারী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিরতা ইউনিয়ন ছদর মাওলানা মাহফুজুর রহমান ও ইসলামী যুব আন্দোলন সিরতা ইউনিয়ন সভাপতি হাফেজ জহিরুল ইসলামসহ ১৮ জন শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ বুধবার সকালে মোমেনশাহী সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়ননের কোনাপাড়া গ্রামে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

এসময় তার সাথে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কৃষি-শ্রমবিষয়ক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা ছদর মাওলানা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, ইসলামী আন্দোলন মোমেনশাহী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, মোমেনশাহী উত্তর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ ইয়াকুব, সদর উপজেলা সভাপতি অধ্যাপক ডাঃ নাছির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন মোমেনশাহী মহানগর সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, মোমেনশাহী জেলা উত্তর সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

শায়খে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শহীদ আলেম পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবু সাঈদ শায়খে চরমোনাইর আগমনে এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

এ সফর উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল পূব আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষ অসহায়, অবহেলায়, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সমাজ ব্যবস্থায় চরম বৈষম্য বিরাজ করছে। একদিকে মানুষ খেয়ে না খেয়ে, অর্ধাহারে দিনাতিপাত করছে। অপরদিকে দেশের সম্পদ লুটে বিদেশে পাচার করছে। এধরণের বৈষম্য দূর করতে হলে সমাজের সকলস্তরে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম ছাড়া ভাগ্যাহত জনতার ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পতাকাতলে শামিল হওয়ার আহŸান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন