পদ্মার ভাঙন, নাব্যতা সংকট ও বৈরী আবহাওয়ার কারণে বার বার ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। আর এতে করে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের ও ব্যবসায়ীদের।
এদিকে দীর্ঘদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ জট অব্যাহত রয়েছে। এতে পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক।
ঘাট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দ্বিগুণ চাপ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে।
এতে দেখা দিচ্ছে পণ্যবাহী ট্রাকের জট। দিনের পর দিন ঘাট এলাকায় আটকে থেকে পণ্যবাহী ট্রাকের শ্রমিক ও ব্যবসায়ীরা পড়ছেন সীমাহীন দুভোর্গে। কাঁচামালবাহী ট্রাকগুলো নিয়ে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
প্রতিদিনই অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী পরিবহন ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেয়ায় বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।
যানবাহনের তুলনায় ফেরি ও ঘাট সংকট থাকায় দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। আর ভোগান্তিতে হাজারো যানবাহনের ব্যবসায়ী ও শ্রমিকরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন