রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
রাউজান উপজেলা আ.লীগের আয়োজনে দেশব্যাপী নৈরাজ্য, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও সম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এই মানববন্ধনে নেতৃত্বদেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুপাশে সর্তার ঘাট থেকে রাউজান রবারবাগান পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার অংশজুড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সামাজিক সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিভিন্ন যানবাহন চালক সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নিয়ে একই কণ্ঠে জঙ্গিবিরোধী স্লোগান দেন। এ সময় জঙ্গিবিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজার হাজার জনতার কণ্ঠে জঙ্গিবিরোধী স্লোগান দিতে দেখা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন