শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ১০:১৭ এএম | আপডেট : ১০:১৮ এএম, ১০ অক্টোবর, ২০২০

পদ্মা সেতুর ৩২তম স্প্যান "১বি" বসছে আজ শনিবার। সবকিছু অনুকূলে থাকলে এ স্প্যানটি বসবে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর ৪ ও ৫ নাম্বার পিলার (পিয়ার) এর উপর। ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে পিলারের উপর এ স্প্যানটি স্থাপন করা হবে। এ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর ৪ হাজার ৮০০ মিটারে।

এর আগে গত ১০ জুন বসানো হয় পদ্মা সেতুর ৩১তম স্প্যানটি। প্রায় ৪ মাস পর বসানো হচ্ছে এই ৩২তম স্প্যান।

পদ্মা সেতুর প্রধান নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, বন্যা ও পদ্মা নদীতে প্রবল স্রোত থাকার কারণে ৪ মাস পর আজ ৩২তম স্প্যানটি বসানোর প্রোগ্রাম রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বসানো হবে এ স্প্যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন