নড়াইল জেলা সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক জাহিদ হাসান (২৬) কে ৫টি ককটেল, জিহাদী বই ও সিডিসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোর রাতে সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে জাহিদ হাসানকে নিজ বাড়ি থেকে আটক করে। জাহিদ হাসান ওই গ্রামের রফিক শেখের ছেলে। এ সময় ৫টি ককটেল, ৩২টি জিহাদী বই, ১২টি সিডি উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জাহিদ হাসান আটক ও উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন