শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাটখিলে সিআইডি ভুয়া কর্মকর্তা আটক

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

নোয়াখালীর চাটখিল উপজেলায় আল নেওয়াজ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবক নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে সিআইডির একটি ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে চাটখিল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আল নেওয়াজ সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ভাওর কোট গ্রামের রফিক উল্যার ছেলে। পুলিশ জানায়, আল নেওয়াজ নামের ওই যুবক দুপুরে চাটখিল বাজারের একটি মোবাইল দোকানে এসে একটি মোবাইল ক্রয় করে। সে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইলের টাকা পরে দিবে বলে। এ সময় দোকানদার তাতে অপারগতা প্রকাশ করলে সে সিআইডির একটি পরিচয় পত্র দেখিয়ে দোকানদারকে ভয়ভীতি দেখায়। ঘটনাটি দোকানদার ও উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। চাটখিল থানার ওসি মো আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আল নেওয়াজ নামের ওই যুবককে সিআইডির একটি ভুয়া পরিচয় পত্রসহ আটক করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন