দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের লকডাউনের সময় প্রায় ১০ লাখ লোক ধূমপান ছেড়ে দিয়েছেন। দীর্ঘ ৬ মাস লকডাউনে থাকা দেশটিতে ধূমপান নিষিদ্ধ থাকায় দেশের ১০ লাখ লোক ধূমপান ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছে একটি গবেষণা প্রতিষ্ঠান। কেপটাউন ইউনিভার্সিটি ও দক্ষিণ আফ্রিকা মেডিকেল রিসার্চ কাউন্সিলের যৌথ উদ্যোগে পরিচালিত একটি গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। লকডাউন চলাকালীন সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা থাকায় এবং সিগারেটের উচ্চমূল্য হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার ১০ লাখ লোক ধূমপান ছেড়ে দিয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন